ABP Ananda Live: তালা ভেঙে সুলভ শৌচালয়ে ঢুকলেন চাকরিহারারা, তালা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার সকালেও পরিস্থিতিতে পরিবর্তন হয়নি। এসএসসি ভবনের সামনে এখনও অবস্থানেই চাকরিহারা শিক্ষকরা। এরই মধ্যে নতুন করে অশান্তি তৈরি হয় এসএসসি ভবনের সামনে। বিষয়টি কী ? দেখা যায় এক ব্যক্তি চা, ভাঁড় ও বিস্কিট নিয়ে ঢুকছেন এসএসসি অফিসের মধ্যে। সেখানেই রয়েছেন এসএসসির চেয়ারম্যান। চা-সহ ব্যক্তিকে দেখেই তেলেবেগুনে চটে যান আন্দোলনকারীরা। তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়। অভিযোগ, কেড়ে নেওয়া হয় বিস্কিটের প্যাকেট। টানাটানিতে মাটিতে পড়ে যায় চায়ের ভাঁড় । সেই ভাঁড় এখন ছড়িয়ে ছিটে পড়ে রয়েছে রাস্তায়। এএসসি ভবনের সামনে টানা অবস্থা। যোগ্য-অযোগ্য তালিকার দাবিতে অনড় চাকরিহারা শিক্ষকরা। রাত পেরিয়ে দিন। হকের দাবিতে পথে মানুষ গড়ার কারিগররা। যোগ্য-অযোগ্য তালিকা চেয়ে এখনও SSC ভবনের সামনে ধর্নায় চাকরিহারা শিক্ষকরা।